লাইলাতুল কদর; আপনার জান্নাতের পথ!

আপনার গন্তব্য-কে বেছে নেওয়ার রাত্রি!
রমজানের শেষ ১০ রাতের মধ্যে রয়েছে; শ্রেষ্ঠ ১টি রাত!! যা হাজার রাএি থেকে উত্তম। যে রাতে আমার/আপনার গন্তব্যকে নির্ধারন করার রাত। চলুন লাইলাতুল কদরের -মাধ্যমে আখিরাত জীবন সুন্দর করে নেই।

গুরুত্বপূর্ণ কিছু কথাঃ আমাদের উদ্দেশ্য আল্লাহ্কে খুশি করা। তাই আমাদের উচিত পাল্লাদিয়ে নামাজ না পড়ে, দীর্ঘ সময় নিয়ে নামাজ পড়া। রুকু এবং সিজদায় দীর্ঘ সময় কাটানো। বিশেষ করে সিজদা করার সময় বান্দা আল্লাহর সবথেকে নিকটে থাকে, এই সময় আমাদের উচিত সিজদার তাজবিহ পড়ার পর - দুনিয়া এবং আখিরাতে যা কিছু আপনার/আমার প্রয়োজন মন-খুলে চাইতে থাকা। মনে রাখবেন- শুধু দুনিয়া চাইবেন না, কারণ এটি শয়তানের লক্ষণ। কাজেই আখিরাতের সাথে দুনিয়ার যা কিছু প্রয়োজন চাইতে থাকুন...

যদি লাইলাতুল কদর পেয়ে যান; তাহলে -রাসূল (সঃ) এর শেখানো দোয়াটি করতে পারেন।
উচ্চরন; আল্লাহুম্মা ইন্নাকা আফুউউন, তুহিব্বুল আফোয়া, ফাফু আন্নি ।।
অর্থ; হে আল্লাহ্! আপনি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করে দিন।

Post a Comment

0 Comments