এন্ড্রয়েড ফোনের লক ভুলে গেলে আর দোকানে গিয়ে টাকা খরচ করে লক খুলতে হবে না। কারণ নিজেই নিজের ফোনের কল খুলতে পারবেন। আর হ্যা মনে রাখবেন, এই নিয়মে ফোন আন-লক করার জন্য কোন কম্পিউটার লাগবে না। শুধু মাএ লক হয়ে যাওয়া ফোনটা থাকলেই হবে।
![]() |
Forget pattern |
১ম ধাপ: আপনার ফোনটি বন্ধ করুন। ৩০সেকেন্ড অপেক্ষা করুন, ফোন বন্ধ হলে- (পাওয়ার বাটুন এবং +প্লাস বাটুন) এক সাথে চেপে ধরুন।
![]() |
Live Demo |
কিছু সময় পর দেখবেন রিকোভারি মোডে ফোন অন হবে। মনে রাখবেন কিছু কথা (আপনার ফোনের power, Volume up+ এবং Volume down- বাটুনে ছাড়া কাজ হবে না) যাইহোক, wipe রিকোভার মোটে অন হলে নিচের ছবির মতো দেখতে পাবেন।
![]() |
wipe data/factory reset |
২য় ধাপ: খেয়াল করুন কোথায়- wipe data/factory reset লেখা আছে। আপনার টার্চ-স্কিনে কাজ করবেনা যেজন্য ভ্লুম- বাটুন চেপে wipe data/factory reset সিলেক্ট করে power বাটুনে চাপ দিন।
![]() |
Yes - delete all user data |
৩য় ধাপ: উপরের ছবির মতো দেখতে পাবেন। আবারও Volume- বাটুন চেপে Yes - delete all user data সিলেক্ট করে power বাটুনে চাপ দিন। কিছু সময় লোড নিয়ে প্রথমে যে স্থানে ছিলো সেখানে চলে যাবে।
![]() |
reboot system now |
৪র্থ ধাপ: আপনি reboot system now সিলেক্ট করে power বাটুনে চাপ দিন। কিছু সময় অপেক্ষা করুন, দেখবেন আপনার ফোন অন হবে। এবং ফোন আন-লক হয়ে যাবে।
সঠিক ভাবে করতে পারলেই, ১০০% যেকোন এন্ড্রয়েড ফোন আন-লক করতে পারবেন। সবাই ভালো থাকুন দেখা হবে নতুন টিউন নিয়ে।
আল্লাহ্ হাফেজ।
0 Comments