মোবাইলের প্যাটার্ন লক খোলার সহোজ উপায়

এন্ড্রয়েড ফোনের লক ভুলে গেলে আর দোকানে গিয়ে টাকা খরচ করে লক খুলতে হবে না। কারণ নিজেই নিজের ফোনের কল খুলতে পারবেন। আর হ্যা মনে রাখবেন, এই নিয়মে ফোন আন-লক করার জন্য কোন কম্পিউটার লাগবে না। শুধু মাএ লক হয়ে যাওয়া ফোনটা থাকলেই হবে।

Forget pattern

১ম ধাপ: আপনার ফোনটি বন্ধ করুন। ৩০সেকেন্ড অপেক্ষা করুন, ফোন বন্ধ হলে- (পাওয়ার বাটুন এবং +প্লাস বাটুন) এক সাথে চেপে ধরুন।

Live Demo

কিছু সময় পর দেখবেন রিকোভারি মোডে ফোন অন হবে। মনে রাখবেন কিছু কথা (আপনার ফোনের power, Volume up+ এবং Volume down- বাটুনে ছাড়া কাজ হবে না) যাইহোক, wipe রিকোভার মোটে অন হলে নিচের ছবির মতো দেখতে পাবেন।

wipe data/factory reset

২য় ধাপ: খেয়াল করুন কোথায়- wipe data/factory reset লেখা আছে। আপনার টার্চ-স্কিনে কাজ করবেনা যেজন্য ভ্লুম- বাটুন চেপে wipe data/factory reset সিলেক্ট করে power বাটুনে চাপ দিন।

Yes - delete all user data

৩য় ধাপ: উপরের ছবির মতো দেখতে পাবেন। আবারও Volume- বাটুন চেপে Yes - delete all user data সিলেক্ট করে power বাটুনে চাপ দিন। কিছু সময় লোড নিয়ে প্রথমে যে স্থানে ছিলো সেখানে চলে যাবে।

reboot system now

৪র্থ ধাপ: আপনি reboot system now সিলেক্ট করে power বাটুনে চাপ দিন। কিছু সময় অপেক্ষা করুন, দেখবেন আপনার ফোন অন হবে। এবং ফোন আন-লক হয়ে যাবে।


সঠিক ভাবে করতে পারলেই, ১০০% যেকোন এন্ড্রয়েড ফোন আন-লক করতে পারবেন। সবাই ভালো থাকুন দেখা হবে নতুন টিউন নিয়ে।

আল্লাহ্ হাফেজ।

Post a Comment

0 Comments