সর্বোত্তম আমল; বিনা-হিসাবে জান্নাত।

আমি যদি এখন মারা যায়? বিনা হিসাবে জান্নাতে কি যেতে পারবো? মাঝে মধ্যে চিন্তা করে দেখি; সেখানে যাওয়ার মত কিছুইতো করা হলো না। তাহলে কিভাবে বিনা-হিসাবে জান্নাত পাবো? আরেকটা ভাবনা খুব ভাবি; পৃথিবীর মানুষ গুলা টাকা-পয়সা এবং তাদের প্রয়োজন ছাড়া কেউ কাউকে মনেও করে না, তাহলে আমি মারা যাওয়ার পর তারা কি আমাকে মনে রাখবে? যদি রাখে.. তাহলে কিভাবে? এই চিন্তা-গুলো আমাকে ভাবীয়ে তুলেছে...

তাই এখন আর কাউকে ভরসা করিনা। ভরসা করি তাকে যাকে ভরসা করলে সব কিছুই ফিরে পাওয়া যায়, "আল্লাহ্" যিনি আমাকে সৃষ্টি করেছেন। যিনি আমাকে একটু বেশিই ভালোবাসেন!! তাই ভাবনা এখন একটাই; তার দ্বীনের জন্য নিজেকে বিলিয়ে দেওয়া। কারণ এতেই রয়েছে বিনা-হিসাবে জান্নাত! আর আমি বিনা-হিসাবেই জান্নাতে যেতে চাই..

Post a Comment

0 Comments