কাফির দের দালাল; গোষ্ঠী!

যখন আদর্শের আইন ইসলামের কথা বলা হয় তখন কাফির এবং তাদের দালাল গোষ্ঠী মানবাধিকার লঙ্ঘনের কথা বলে। কিন্তু ঠিক একই সময় যখন মুসলিমদের বিনা কারণে গণহত্যা করা হয়, যখন ইজরায়েলের মতো রক্তচোষা ইহুদি গোষ্ঠী মুসলিম ভূমি দখল করে -তখন কি মানবাধিকার লঙ্ঘন হয় না? যখন মুসলিমদের মসজিদ ধ্বংশ করে -তখন কি মানবাধিকার লঙ্ঘন হয় না? এগুলা থেকে বোঝা যায় কারা মানবাধিকার লঙ্ঘন করে। আসলে গণতন্ত্রের কথা বলে এইসব শাসক গোষ্ঠী ইসলামকে ধ্বংশ করতে চাই। আফসোস অধিকাংশ বিবেকহীন মুসলিম এগুলো বোঝেনা।

Post a Comment

0 Comments