আদর্শের সমাধান; আমাদের ইসলাম।

মাঝেমধ্যে ভাবি আমি যদি সৃষ্টি-ই না হতাম। কারণ কোন এক দিন পৃথিবীর এই মধ্যবর্তী সময় থাকবে না; যেখানে আমরা আনন্দের সাথে দিন কাটিয়ে দিচ্ছি। এজন্যই দুনিয়াকে পরিক্ষা ক্ষেএ বলা হয়! আর এর ফলাফল প্রকাশ হবে আখিরাতে। সে দিন হয়তো জান্নাত অথবা জাহান্নামে প্রবেশ করতে হবে। সেদিন চাইলেও দুনিয়ার মত মধ্যবর্তী (সুখ-শান্তি) সময়ে থাকা যাবে না। হয়তো শাস্তি অথবা শান্তির স্থানে প্রবেশ করতে হবে।

তাই চলুন রমজান মাসে একটু কষ্ট করে সেই মহা-শান্তির পথে এগিয়ে যায়।

Post a Comment

0 Comments