সৃষ্টিকর্তা; আমার রব! - তিনিই মালিক।

যে আমাকে সৃষ্টি করেছেন, সেই রব আজ আমাকে সব থেকে বড় গোনাহ্ থেকে রক্ষা করেছেন। আর আমি জানি আমার রব সব ক্ষমতার উর্ধে। তিনি আপনাকেও রক্ষা করবেন! আমার ভাইয়েরা, সবসময় আল্লাহকে ভরসা করুন - নিজেও একটু চেষ্টা করুন। বাঁকি কাজটা আল্লাহ-ই করবেন। কারণ আপনার/আমার রব সব কিছুরই মালিম।

Post a Comment

0 Comments