রবের ভালোবাসা; আপনার জন্যই!

কেউকি খেয়াল করেছেন? এই যে আমরা প্রতিনিয়ত মহান-রবের কথা অমান্য করে চলেছি.. তার পরও তিনি কেন আমাদের এত ভালোবাসেন? কেন তিনি আমাদের এখনও প্রতিদিনের মত সকালে ঘুম থেকে উঠান? কেন? বলতে পারবেন কি?

ভাইয়েরা, যা ভুল হবার তা হয়েগেছে.. চলুন আবারও তওবাহ করে ফিরে যায় মহান-রবের পথে। প্রমান করিয়ে দেই তাঁকেও আমরা কতটা ভালোবাসি... 🌹🌹 যদিও আমাদের পক্ষে সম্ভব না; তার পরিপূর্ণ সন্তুষ্টি অর্জন করা। কারণ তিনি সব কিছু থেকে পবিএ - তিনি সবকিছুর মালিক!!

Post a Comment

0 Comments