জাদুর নাম; জান্নাত নয়। সাবধান

জান্নাত লাভ করা অনেক কঠিন-রে ভাই। শুধু মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন তাই জাদু বলে; জান্নাতে চলে যাবেন -এটা আশা করাটাই তো বোকামি। আল্লাহ্ আপনাকে অবশ্যয় পরিক্ষা করবেন, কাজেই আল্লাহকে ভয় করুন। শুধু নিজেকে মুসলিম বলে দাবি করে: বসে থাকবেন না।

Post a Comment

0 Comments