নিজেকে পরিবর্তন করার আরেক নাম; মুসলিম। নিজেকে পরিবর্তন করতে পারলেই আপনি জান্নাতে যাবেন অন্যথায় জহান্নাম ছাড়া কোন পথ নেই (এটা সবার জন্য প্রযোজ্য) । অতএব চলুন নিজেকে পরিবর্তন করি, শুধুমাত্র নামে মুসলিম হয়ে জান্নাতে যাওয়া যাবে না। কারণ রাসূল (সঃ) এর সময় যারা নামে মুসলিম ছিলেন; তারা হয়েছিলেন মুনাফিক। আর আজকের দিনে আমাদের সমাজে এই রোগটি বেশি দেখা যাচ্ছে।
আমার প্রিয় ভাইয়েরা মুনাফিক হওয়ার ঝুকি নিবেন না, কেননা মুনাফিক ব্যক্তিরা কাফেরদের থেকেই বেশি শাস্তি পাবে এবং কখনও/কোনদিন জান্নাতে যেতে পারবে। কোন ক্ষমাও নাই। আল্লাহ তায়ালা আমাদেরকে হেফাজত করুন, আমিন।
0 Comments