ইসরায়েলি সংবাদ মাধ্যমে দাজ্জাল আত্মপ্রকাশের ইংগিত?

ইজরায়েলী ধর্মীয় গুরু তিনি নাকি ইতিমধ্যে দাজ্জালের (messiah) সাথে বৈঠক করছেন। ইহুদীদের এ কথাটি কতটুকু সত্য?


এ সম্পর্কে আমি শুধু মাত্র একটি কথায় বলতে চাই, আর তা হচ্ছে… আমাদের নেতা ইমাম মাহদী (আঃ) এর আগমন এখনো ঘটেনি। অতএব দাজ্জালের সাথে তাদের সরাসরি বৈঠকের তো কোন প্রশ্নই ওঠে না, এটি একটি মিথ্যাচার। তবে হ্যাঁ, ইবলিশ কিংবা জিনের মাধ্যমে দাজ্জালের সাথে তাদের কথা হতে পারে কিন্তু সেটি সরাসরি কোন বৈঠকে নয়।

রাসূল (সঃ) এর হাদীস থেকে আমরা জানতে পারি; দাজ্জাল একটি দ্বীপে বন্দী। অন্যদিকে দাজ্জালের আগমন ঘটবে আমাদের নেতা ইমাম মাহদী আগমনের ও পর। অতএব, দাজ্জালের সাথে সরাসরি ইহুদীদের বৈঠকের কোন চান্সই নাই। তবে যেটা বললাম - ইবলিশ কিংবা জিনের মাধ্যমে দাজ্জালের সাথে কথা হতে পারে বা হয়েছে কিন্তু সেটি সরাসরি নয়।

Post a Comment

0 Comments