একজন আদর্শ মা, মেয়ে, স্ত্রী কিংবা বোনই পারে গোটা বিশ্বকে পরিবর্তন করতে (গোটা মুসলিম উম্মাহকে জাগিয়ে তুলতে)। কারণ অধিকাংশ ক্ষেত্রেই একটি শিশু তার মায়ের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে। আর এজন্য ইসলাম নেককার নারীকে বিবাহ করতে বলে।
কোন মা/মেয়ে, স্ত্রী কিংবা বোন কি কখনো ভেবে দেখেছে?
কি ছিল সেই ৪জন নারীর মধ্যে যারা কিনা জান্নাতের সর্বোচ্চ আসন কিনে নিয়েছে! কি ছিল তাদের বৈশিষ্ট্য?
0 Comments