শামের জন্য এক বিশেষ ভালোবাসা সৃষ্টি হয়েছে। তাই শামে হিজরতের চিন্তা করছি, ভাবছি বাকি জীবনটা শামের ভূমিতে কাটাবো! (যদিও সেটা একটা কসাইখানায় পরিণত হয়েছে)। তবে আলহামদুলিল্লাহ!
পবিত্র এই ভূমির জন্য কেন জানিনা এতো ভালোবাসা সৃষ্টি হয়েছে। তবে এতটুকু বলতে পারি; শামের ভূমি থেকে আমি জান্নাতের গন্ধ পাই। কিন্তু আপনি?
0 Comments