শুধুমাত্র মিষ্টি খাওয়ার সুন্নাহ পালন করলে তাগুত শক্তি আপনার উপর খুশি হবে। কিন্তু যখনই আপনি আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে রাসূল ﷺ -এর প্রতিটা সুন্নাহকে আঁকড়ে ধরবেন! তখনই তাদের চোখে, আপনি একজন জঙ্গি আর রাজাকার ছাড়া কিছুই নন।
আর যখনই তাগুতকে বাদে আপনি আল্লাহকে খুশি করার চেষ্টা করবেন তখনই সৃষ্টি হবে শাপলা চত্বরে মত এক একটি ময়দান। তবে সাবধান! ২য় বার শাপলা চত্বর সৃষ্টি হলে; তখন কিন্তু ময়দানে তসবিহ আর জায়নামাজ নিয়ে যেয়েন না যেনো। (রাসূল সঃ বদর কিংবা উহুদের ময়দানে তসবিহ আর জায়নামাজ নিয়ে যাননি) তসবিহ আর জায়নামাজ - নামাজে প্রয়োজন হতে পারে, ময়দানে নয়।
0 Comments