ইসলামের ক্ষেত্রে আমাদের; অজুহাত

আমাদের দায়িত্বের সর্বোচ্চ চেষ্টা না করা পর্যন্ত বিজয় আসবে না। আল্লাহ মুসলিমদের তখনই বিজয়ী দান করবেন যখন তারা আন্তরিকভাবে দায়িত্বের সর্বোচ্চ চেষ্টা টুকু করবে। 

আজ আমরা চাকরি/ব্যবসা/বাণিজ্য কিংবা টাকা ইনকামের জন্য তথা জীবিকার জন্য ঠিকই নিজ দায়িত্বের সর্বোচ্চ চেষ্টাটুকু করে থাকি। কিন্তু যখনই ইসলাম ও মুসলিমদের বিষয়ে নিজ উদ্যোগে কিছু দায়িত্ব নেওয়ার প্রয়োজন হয়, তখন বিভিন্ন অজুহাত দিয়ে থাকি। আর বলতে থাকি আমরা একা একজন ব্যক্তি! কি বা আর করতে পারবো?? আমাকে দিয়ে কিছুই হবে না - শক্তিও তেমন নাই।

আবার অনেকেই বলে থাকে; ইমাম মাহাদী আসলে তখন দেখা যাবে কি করা যায়। সত্য বলতে ইসলাম কখনো কোনো ব্যক্তির জন্য বসে থাকতে বলে না। আমি আপনি পৃথিবীতে এসেছি নিজ দায়িত্ব পালন করে চলে যাব এবং ভবিষ্যতে যারা আসবে তারাও নিজের দায়িত্ব পালন করে চলে যাবে। কিন্তু কোন ব্যক্তির জন্য শুধুই অপেক্ষা করে বসে থাকা; অজুহাত ছাড়া কিছুই নয়। (আমাদের চিন্তাধারা আজ কতোই না নিচু হয়ে গিয়েছে) আফসোস।

Post a Comment

0 Comments