![]() |
শান্তি! |
আমি আসলে একটা মাথামোটা!
ফ্রিল্যান্সার হওয়ার পরও! ধর্ম, রাজনীতি, সমাজের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলি (পোষ্ট করি) । আসলে কি করবো বলেন, সত্য জেনে চুপ থাকবো? না কি শুধু টাকা ইনকামের পিছু ছুটবো? তারপর বিয়ে করে ৫-৭ ছেলে মেয়ের বাবা হয়ে আনন্দের সাথে ঘুরে বেড়াব। এটা কি জীবন? এটা কি আদশ্য? আল্লাহ্ কি আমাদের শুধু এই শিক্ষা দিয়েছেন? না।
সমাজের সাধারণ মানুষের পাশে গিয়ে দাড়াতে হবে, নোংরামির বিরুদ্ধে রুখে দাড়াতে হবে, এক কথায় সমাজে খারাপ কাজের বিরুদ্ধে দাড়াতে হবে। এটাই জীবন, ইসলাম আমাদের সৎ শিক্ষা দেয়! কারণ কি জানেন?
আমার মত মাথামোটা ব্যক্তিদের আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। মাফ করবেন আমাদের মত মাথামোটা লোকদের! (আমরা কখনও কাউকে কষ্টে রেখে নিজে সুখি হতে চাই না।) কারণ আমরা জানি সুখ কি? আপনার কি আছে -এটা সুখ না আমার ভাই, আপনি কি ছাড়া বাঁচতে পারেন সেটাই সুখ!
তাই চলুন সত্যের পথে যুদ্ধো করি।
0 Comments