আন্তরিক ভাবে তওবাহ করুন - চলুন আল্লাহর পথে! | Freelancer Mustakin

আল্লাহর কাছে তওবা
মুখে নয়! চলুন আন্তরিক ভাবে তওবাহ করে ফিরে যায় মহান-রবের পথে! আপনি কেন বুঝতে পারছেন না? প্রতিটি প্রাণ, প্রতিটি সৃষ্টি মৃত্যুর স্বাদ নিবেই নিবে!

আমার ভাইয়েরা, তাই আপনাকে বলছি! আপনার/আমার রব এখনও আমাদের উপর রাগ করেন নি। যদি রাগই করতেন তাহলে; রাতে ঘুমে যাওয়ার পর সকালে জীবন দান করতেন না।

তাই চলুন মুখের কথায় নয়, আন্তরিক ভাবে তওবাহ করি! আল্লাহ আমাদের ক্ষমা করুন। আল্লাহ আমাকে মাফ করুন (আল্লাহুম্মাগফিরলী) !!

এখনই হোক আপনার আমার ঘুরে দাড়ানোর সময়। এখনই "ওয়াদা" করুন আপনি যে খারাপ কাজটা করতেন সে কাজটা আর কখনোই করবেন না। আমিন।।

Post a Comment

0 Comments