দুদিন পরেই তো ঈদ। কেউ হাজার হাজার টাকার শার্ট/প্যান্ট/জুতা কিনবেন.. কেউ বা 200 টাকার। আবার কেউ কেউ না ও কিনে কাটিয়ে দিবেন "কোরবানির ঈদ"। একবার কি ভেবে দেখেছেন... আপনার নির্যাতিত-নিপীড়িত মুসলিম ভাই-বোনদের কথা? যাদের কেনাকাটা তো দূরের কথা তিনবেলা খাওয়ার খরচ টাও জোটে না "তাদের কথা"।
ভাইয়েরা একবার ঈদে শপিং না করলেও কিছু তে কিছু যায় আসে না। তাই চলুন কিছু টাকা হলেও সেই ভাই-বোনদের কে দেই। যারা গরিব, যারা নির্যাতিত-নিপীড়িত, যাদের বাবা-মাকে হত্যা করা হয়েছে সেই সব এতিম ছেলে/মেয়েদেরকে। আপনি কেন বুঝেন না.. তারাও তো আপনার মত চাই একটু ভালো খেতে ভালো পড়তে। আপনার মত তাদেরও মন আছে। কিন্তু নেই একটা জিনিস "টাকা"।
কি ভাবছেন? কী করবেন তাইতো...
শুনুন কিয়ামতের দিন যখন আপনার রব আপনাকে বলবে; আমি ক্ষুধার্ত ছিলাম তুমি কেন আমাকে দেখলে না। তখন আপনার উত্তরটা কি হবে? বলুন? আছে কি কোন উওর?
সবসময় একটা জিনিস মনে রাখবেন, নিজে ভালো থাকার নামটাই ভালো নয়। যদি তাই হতো তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ "রাসূল (সঃ)" ভোগ-বিলাসের মাধ্যমে নিজের জীবনটাকে কাটিয়ে দিতে পারতেন। কিন্তু তিনি এটা করেন নি। তিনি তো চেয়েছিলাম চিরকাল সুখের স্থান "জান্নাত"।
আমার আপনারও উচিত হবে তাকে অনুসরণ করা। কারণ আমরা তো পৃথিবী নয়, জান্নাতের জন্য সৃষ্টি হয়েছি। কিন্তু আফসোসের বিষয় আমরা সেই গন্তব্য কেই ভুলে গেছি।
0 Comments