![]() |
কঠোর সতর্কবার্তা; মৃত্যু |
১১আগস্ট, ২০১৯ রবিবার। ঈদের আগের দিনের কথা; রাতে যখন ঘুমাতে যাব ঠিক তখনি আল-আকসা মসজিদে ইসরাইলি আক্রমণের কথা মনে পড়ছিল কিন্তু কাল যেহেতু (বাংলাদেশে) ঈদ তাই ভাবলাম ঘুমাবো। কারণ সকালে উঠতে হবে, ফজর থেকে শুরু করে ঈদের নামায, তাছাড়া আরো অনেক কাজ রয়েছে। ভাবতে ভাবতে তখন অনেক রাত!
কোন এক সময় চলে গেলাম ঘুমের জগতে। ঘুমটা এত তীব্র আকার ধারণ করলো যে "ফজরের নামাজ" কাজা করে ফেললাম। তখনও আমার ঘুম ভাঙেনি। আমি তো ঘুম… 😴😴
হঠাৎ কানে একটা আওয়াজ শুনলাম। ঘুম ভাঙলো "মায়ের" ডাকে। তার ডাকটা ছিলো; ও মুস্তাকিন! তোর দাদি মারা গেছে। আমি বললাম কি? কথাটা পুনরায় আবারও শুনলাম; তোর দাদি মারা গেছে। (সম্পর্কে তিনি আমার বাবার মামি) সম্পর্ক দুরের হলেও এমন মানুষ হাজারে একটা হয়।
আমি চুপ।
দাদি মারা গেছে একটু খারাপ তো লাগতেই পারে। প্রিয় মানুষ গুলি হারালে সবার একটু খারাপ লাগে, তেমনি আমারও খারাপ লাগতে থাকে। (আল্লাহ তাকে মাফ করুন: আমিন) তার পরও আমি চিন্তিত... জানেন কেন?
আপনার কি মনে হয়? আমি তখন কি ভাবছি? ঈদের কথা, দাদির মৃত্যুর কথা নাকি অন্যকিছু...
আরে ভাই, - আমি চিন্তিত ছিলাম আমাকে নিয়ে, আমি চিন্তিত ছিলাম তার পরিবারের সদস্যদের কে নিয়ে। কেন জানেন... ?? তার পরিবারের সদস্যরা কিছু দিন হয়তো কান্দা-কান্দি করবে তারপর তাকে ভুলে যাবে। তারপর কি হবে জানেন? যে যার কর্মস্থলে চলে যাবে। কিন্তু যে ব্যক্তিটি মৃত্যু বরণ করলো তাকে তো একাই থাকতে হবে; সেই অন্ধকার কবরে।
এজন্যই: আমি চিন্তিত আমাকে নিয়ে, তার পরিবার এবং তাকে ঘিরে রাখা আশপাশের মানুষ গুলোকে নিয়ে। কারণ কোন একদিন তার মতো আপনাকে-আমাকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আপনার আমার পরিবারের সদস্যরাও আমাকে/আপনাকে রেখে আসবে সেই অন্ধোকার কবরে। ঠিক তার মতো যেমনটা আজকে তার সাথে হচ্ছে। এটাই বাস্তবতা! কারণ আপনি না চাইলেও আপনাকে যেতেই হবে।
একবার চিন্তা করুন... মহান আল্লাহ তায়ালা কতটা ভালোবেসে আপনাকে-আমাকে সুযোগ দিয়েছেন! সুযোগ দিয়েছেন প্রস্তুতির জন্য। এখন সিদ্ধান্তটা আপনার। কি বানাতে চান, আপনি আপনার কবর কে?
আমার ভাইয়েরা, প্রতিটি মৃত ব্যক্তি আপনার-আমার জন্য আল্লাহর পক্ষ থেকে প্রস্তুতি গ্রহণের এক কঠোর সতর্কবার্তা।
শুধু তাই না প্রতিটি মুহূর্ত দুনিয়া আপনাকে আখিরাত মুখী করে দিচ্ছে এবং আপনি ছুটে যাচ্ছেন আপনার গন্তব্যের দিকে। আর মৃত্যুর পর থেকে শুরু হবে কবরের জীবনের বাস্তবতা, তারপর জান্নাত কিংবা জাহান্নাম হবে আপনার ঠিকানা। কাজেই সময় নষ্ট করবেন না।
আপনার/আমার হাতে একেবারেই সময় কম। কারণ মৃত্যু বোঝেনা কোন ঈদ, শুনবে না কোন অজুহাত। সময় শেষ, -তো খালাস।
0 Comments