কি হবে সুখের জীবন দিয়ে? পৃথিবীতে সুখের জীবন স্থায়ী হবে না। আজ উম্মাহর এই বিপর্যয়ে আল্লাহর রাস্থায় নিজেকে বিলিয়ে দেওয়া ছাড়া কোন বিকল্প পথ আমি দেখছি না।
আমরা কি শুধু রাসূল ﷺ -এর লাউ খাওয়ার সুন্নাহ'ই পালন করবো? নাকি রক্ত দেওয়া সুন্নাহ গুলিও পালন করবো? সিরিয়াতে গণহত্যা চলছে, আর আমরা এখানে সুখে জীবন কাটাচ্ছি… কথা হচ্ছে আমরা কি সুবিধাবাদি মুসলিম? নাকি শুধুই মুসলিম? নিজেকে প্রশ্ন করুন।
মুনাফিকরা বলে যুদ্ধ করে বিপদ আর নিজেদের ক্ষতি করার কি দরকার। আর এ বিষয়ে আল্লাহ তাহালা জবাব দিয়েছেন: মুসলিমদের মৃত্যুর কারণ জিহাদ নয়, তারা মারা গেছে কারণ তাদের মৃত্যুর সময় এসে উপস্থিত হয়েছে। যদি তারা জিহাদে না গিয়ে ঘরের মধ্যে ও বসে থাকতো তবুও যাদের মারা যাওয়ার তারা মারা যেতোই।
অর্থাৎ মৃত্যু জন্য জিহাদকে দায়ী করা ভুল। মৃত্যুর বিষয়টি আল্লাহ'র হাতে। আল্লাহ তায়ালা যখন মৃত্যু নির্ধারণ করে রেখেছেন, সে ঠিক তখনই মারা যাবে। হোক সে ঘরের বাইরে থাকুক বা ভেতরে…
কাজেই চলুন - আল্লাহর কাছে আমরা যে ওয়াদা করেছি তা পূর্ণ করি। নিশ্চয় আমাদের জন্য রয়েছে: জান্নাহ্!!
0 Comments