সীরাতের ৩য় পর্বে আমরা প্রাক ইসলামি ধর্মীয় এবং রাজনৈতিক অবস্থা, ইব্রাহিম (আঃ) ইসমাইল (আঃ) ও হাজেরা (আঃ) এর ঘটনা এবং আরবে পৌত্তলিকতা, তথা ইহুদী ধর্ম - খ্রিষ্ট ধর্মের আগমন সম্পর্কে জানবো, ইনশাআল্লাহ।
চারিদিকে ঘুটঘুটে কালো অন্ধকার, আশেপাশে কোনো আলো নেই। নিজের হাতের অস্তিত্বই বুঝা যাচ্ছে নাহ, গন্তব্যের পথ খুঁজে পাওয়ার কথা বলাই বাহুল্য। পথ চলতে গেলে বিপদে পড়ার সম্ভাবনা ষোলআনা।
খুব ভালো হয় যদি কোনো আলো খুঁজে পাওয়া যায়, আরও ভালো হয় যদি কোনো পথ নির্দেশক সঠিক পথের সন্ধান দিয়ে দেয়। কিন্তু এমন পথ নির্দেশক কোথা থেকে আসবে?
প্রাক ইসলামি যুগে সমগ্র আরবেই শুধু নয় বরং পুরো বিশ্ব জুড়েই ভয়াবহ অন্ধকার বিরাজমান ছিল। এই অন্ধকার ছিল শির্কের, মূর্তি পূজার আর ধর্মীয় নেতাদের অন্ধ অনুসরণের। তাওহীদ একরকম ছিল না বললেই চলে। অল্প কিছু মানুষ এক আল্লাহর ইবাদত করতো।
জাহিলিয়াতের এই ভয়াবহ অন্ধকারে রাসূল সা. এর আগমন ছিল আলোর মতো, তিনি এসেছিলেন সমগ্র মানবজাতির মুক্তির জীবন বিধান নিয়ে। রাসূল সা. এর আগমনের গুরুত্ব তথা তাঁর জীবন সঠিকভাবে বুঝতে হলে তাঁর আগমনের আগের অবস্থা জানতে হবে। কারণ আমরা আলোর কদর তখনই করতে পারি, যখন আমরা অন্ধকারকে অনুভব করি।
সীরাহ অডিও লেকচার গুলি নির্মাণ করেছে রেইনড্রপস মিডিয়া। একেক করে আমাদের ওয়েবে সম্পূর্ণ সীরাহ পর্ব আপডেট দেওয়া হবে, ইনশাআল্লাহ।
0 Comments