ইসলামের আলো প্রায় নিভু নিভু (রাসূল সঃ এর জীবনী - ২) - seerah

একদল মুসলিম আল্লাহর ইচ্ছায় ঠিকই আজও মানুষের মাঝে ইসলামকে ফিরিয়ে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর এজন্য ইসলামের আলো যতই নিভু নিভু হোক না কেনো, এই আলো কখনো নিভে যাবে না।


ইসলামের দুশমনরা জানে, ইসলামের এই নিভু নিভু আলো যেকোনো সময় দপ করে জ্বলে উঠতে পারে। কেননা এই আলোর চালিকাশক্তি হলেন আল্লাহর রাসূল (সঃ) তিনি নেই, কিন্তু রয়ে গেছে তাঁর আদর্শ। তিনি নেই, কিন্তু মুসলিমদের অন্তর তাঁকে পরম মমতায় ধারণ করে চলেছে আজ অবধি। আমরা গান্ধীর উদারতার কথা বলি, গেঞ্জিতে চে গুয়েভারার ছবি এঁকে ঘুরে বেড়াই, মার্ক্সের তত্ত্ব কপচাই-- আমাদের অন্তরে তাদের প্রভাব আসলে কতখানি? শূণ্য বা শূণ্যের কাছাকাছি! আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতো দীর্ঘ সময়ের জন্য, যতো বেশি মানুষকে, যতো গভীরভাবে প্রভাবিত করতে পেরেছেন, আর কোনো ধর্ম, কোনো ব্যক্তিত্ব, কোনো আদর্শ তার ধারেকাছেও যায় নি। 

মুসলিম হিসেবে আমরা এই মানুষটাকে চিনবো না, সেটা কেমন করে হয়! তার জীবন সম্পর্কে জানার জন্য সীরাহ ভিডিওগুলি নির্মাণ করেছে রেইনড্রপস মিডিয়া। একেক করে আমাদের ওয়েবে সীরাহ পর্ব গুলি আপডেট দেওয়া হবে, ইনশাআল্লাহ।

Post a Comment

0 Comments