আমার আপনার কাছে ইসলাম পৌঁছে দেওয়ার জন্য কত কষ্টই না করেছিলেন তিনি! আজ কিভাবে আমরা তাকে ভুলতে পারি? ইসলামের শত্রুরা সর্বদা নিকৃষ্ট থেকে নিকৃষ্ট হয়ে থাকে, কিন্তু এটা ভেবে তিনি কখনো দাওয়াহ থামিয়ে দেননি। তিনি তো কখনো নিজের কথাও চিন্তা করেননি বরং তিনি ভেবেছিলেন তাঁর গোনাহগার উম্মতের কি হবে? আর এজন্যই তো তাকে তাইফের ময়দানে শত্রুরা রক্তাক্ত করে।
আমাদের ওয়েবকে সাজিয়েছি বাস্তব জীবনের আসল হিরো দেরকে দিয়ে, আর তারা হলেন নবী-রাসূল। সীরাহ সিরিজের তাইফ পর্বগুলি নির্মাণ করেছে বাসিরা মিডিয়া। জ্ঞান অর্জনের জন্য আমাদের ওয়েব থেকে নবী-রাসূলদের জীবনী অধ্যায়ন করতে পারেন।
0 Comments