নিখুঁত গঠন (সুরাহ ফাতিহাকে নতুন করে জানা, পর্ব - ১) Surah Fatihah

আল্লাহর সাথে সাক্ষাতের উত্তম মাধ্যম হচ্ছে- সালাত। মহান আল্লাহ তায়ালা যেহেতু কোরআনে আমাদেরকে সুরা ফাতিহা শিক্ষা দিয়েছেন সেহেতু নিশ্চয় সুরা ফাতিহাতে আমাদের জন্য শিক্ষার রয়েছে। চুলুন সুরাহ ফাতিহাকে নতুন করে জেনে আসি।


সুবহানাল্লাহ! চিন্তা করা যায় - আল্লাহ তায়ালা তাঁর বান্দাকে কতটা ভালোবাসলে আমাদেরকে তিনি সুরা ফাতিহা শিক্ষা দিতে পারেন। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুরা ফাতিহাকে নতুন করে জানা সিরিজটি নির্মাণ করেছে বাসিরা মিডিয়া।

Post a Comment

0 Comments