মিথ্যা খবর ছড়ানোর ভয়াবহতা (গুজব রটানো, পর্ব - ১) Rumors

গুজব রটানো নিকৃষ্টতম পাপ। আমরা অনেক সময় সোশ্যাল মিডিয়াতে তথা ফেসবুক, ইউটিউব কিংবা টুইটারে বিভিন্ন আর্টিকেল/পোষ্ট শেয়ার করে থাকি। আমরা কি কখনো ভেবে দেখেছি আমরা যে আর্টিকেল কিংবা ভিডিও শেয়ার করছি সেটা গুজব কিনা? আর আল্লাহ আমাদের শিখিয়েছেন যে বিষয়ে আমাদের কোন জ্ঞান নাই সে বিষয়ে আমরা যেনো কথা না বলি। নিশ্চয় আমরা যা বলি কেয়ামতের দিন তা আমাদের জিজ্ঞাসা করা হবে।


আমরা অনেকেই অনেক সময় না জেনে, না বুঝে গুজব রটিয়ে থাকি। এ বিষয়টি মাথায় রেখে বাসিরা মিডিয়া তৈরি করেছে “মিথ্যা খবর ছড়ানোর ভয়াবহতা” ভিডিও সিরিজ। যা এখন আমাদের ওয়েবে চলছে.... আশা করি ভিডিও থেকে শিক্ষা নিবেন।

Post a Comment

0 Comments