আমি ছিলাম: মেষপালক! (রাসূল সঃ এর জীবনী - ৫) - seerah

অনেক বছর আগের কথা যখন তিনি ছিলেন: মেষপালক। তখন বিনোদনের মাধ্যম বলতে তেমন কিছু ছিলো না। তখনকার সময়ে মানুষ বিনোদনের জন্য বিভিন্ন কবিতা, সাহিত্য চর্চা আর বিভিন্ন আসরে যেত। হঠাৎ কোন এক মেষপালকের ইচ্ছা হলো আসরে যাওয়ার। কিন্তু তারপর কি ঘটলো??


আমাদের প্রিয় নবী মুহাম্মাদ সা. এর ক্ষেত্রেও ঠিক এমন ঘটনাই ঘটেছিল।  রেইনড্রপস মিডিয়া প্রকাশিত সিরাহ সিরিজের ৫ম পর্বে আমরা জেনেছি —
১। যৌবনে রাসূলুল্লাহর সা. বিশ্বাস এবং চারিত্রিক শুদ্ধতার কিছু টুকরো ঘটনা
২। রাসূলুল্লাহর সা. পেশা মেষপালন এবং মেষপালন থেকে প্রাপ্ত শিক্ষা
৩। ফিজার যুদ্ধে অংশগ্রহণ
৪। হিলফুল ফুদ্বুলের ঘটনা, এর শিক্ষা এবং বর্তমান সময়ে এর প্রাসংগিকতা
৫। কা’বা পুনঃনির্মাণ ইত্যাদি।

Post a Comment

0 Comments