ইসলাম মুসলিম জনগণের উপর কোন ধরনের ট্যাক্স আরোপ করে না। অথচ বর্তমান সময়ের তাগুত সরকারগুলো মুসলিমদের উপর ট্যাক্সের বোঝা চাপিয়ে দিয়েছে। ইসলামি দৃষ্টিতে সকল প্রকার টেক্স হারাম।
রাসূল ﷺ বলেছেন, সকল প্রকার ট্যাক্স/খাজনা হারাম। এবং যারা ট্যাক্স/কর/খাজনা আদায়ের কাজে নিয়োজিত থাকে তারা অভিশপ্ত!
জিজিয়া অর্থাৎ ভূমির উপর কর/ট্যাক্স/খাজনা এগুলি শুধু মাত্র কাফেরদের থেকে আদায় করতে হয়। কিন্তু মুসলিম নামধারী তাগুতের এটা মুসলিমদের থেকেও আদায় করে (আর এগুলিকে বৈধতা দিচ্ছে কিছু ভন্ড আলিমরা)।
সব কিছুর একমাত্র সমাধান; ইসলামী রাষ্ট্র ব্যবস্থা!
0 Comments